বিজেপি ইতিমধ্যে রাজ্যের ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবার তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২টি আসনেই তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল। শাসকদলের প্রার্থী তালিকায় চমকের পর চমক।
এক নজরে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা…
কোচবিহার-জগদীশ চন্দ্র বাসুনিয়া
আলিপুরদুয়ার- প্রকাশচিক বরাইক।
জলপাইগুড়ি- নির্মলচন্দ্র রায়। (ধূপগুড়ির বর্তমান বিধায়ক)
দার্জিলিং-গোপাল লামা।
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী।
বালুরঘাট-বিপ্লব মিত্র। (রাজ্যের বর্তমান মন্ত্রী)
মালদহ উত্তর- প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। (সদ্য স্বেচ্ছাবসর নেওয়া রাজ্য পুলিশের শীর্ষকর্তা)
মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান।
জঙ্গিপুর-খলিলুর রহমান।
বহরমপুর- ইউসুফ পাঠান। (ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার)
মুর্শিদাবাদ- আবু তাহের খান।
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র।
রানাঘাট-মুকুটমণি অধিকারী।
বনগাঁ-বিশ্বজিৎ দাস।
ব্যারাকপুর-পার্থ ভৌমিক।
দমদম- সৌগত রায়।
বারাসত- কাকলি ঘোষদস্তিদার।
বসিরহাট- হাজি নুরুল ইসলাম।
জয়নগর- প্রতিমা মণ্ডল।
মথুরাপুর- বাপি হালদার।
ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যাদবপুর- সায়নী ঘোষ।
কলকাতা দক্ষিণ- মালা রায়।
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়।
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়।
উলুবেড়িয়া-সাজদা আহমেদ।
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়। (অভিনেত্রী)
আরামবাগ- মিতালী বাগ।
তমলুক- দেবাংশু ভট্টাচার্য।
কাঁথি- উত্তম বারিক।
ঘাটাল- দীপক অধিকারী।
ঝাড়গ্রাম- কালীপদ সোরেন।
মেদিনীপুর- জুন মালিয়া।
পুরুলিয়া- শান্তিরাম মাহাত।
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী।
বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার।
বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ।
আসানসোল- শত্রুঘ্ন সিনহা।
বোলপুর- অসিত মাল।
বীরভূম- শতাব্দী রায়।
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল।
এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় রাজ্যর দুই মন্ত্রী, একজন রাজ্যসভার সাংসদ ও ১১ জন বিধায়ক রয়েছেন।
আরও পড়ুনঃ নতুন হাওয়া আসুক - "মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে"
- More Stories On :
- Election
- Candidates
- Loksabha 2024
- TMC
- Trinamool Congress
- Mamata Banerjee
- Abhishek Banerjee