অয়ন চক্রবর্তী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তায় লেখকের গ্রামের পরিচয় পাওয়া যায়। পাওয়া যায় তাঁর বাবার নাম নরেন মুখুজ্যে আর তাঁর ভিটের নানা রকমের ঘটনা। সেই গ্রামের ছেলে দেবব্রত মুখোপাধ্যায় একেরপর এক সৃষ্টি করে চলেছেন গল্প, গান, কবিতা,অনু গল্প। শুধু সাহিত্য চর্চা নয় তার পাশাপাশি তিনি পরিচালনা করেছেন অনেক সিনেমা ও টিভি সিরিয়ালের।
সিনেমা জগতের বহু দিকপালের সঙ্গে কাজ করেছেন দেবব্রতবাবু। তিনি অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করেছেন দীর্ঘ দিন। এছাড়াও চিন্ময় রায়, রঞ্জিত মল্লিক, তরুণ কুমার,গীতা দে, সুনীল মুখোপাধ্যায়, এমনকি সুপার স্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন। মুম্বাইতে তার একটি ছবির জন্য ড্রিমগাল হেমা মালিনী সঙ্গেও কাজ করেছেন তিনি। ছবির পাশাপাশি তিনি মঞ্চেও কাজ করেছেন। তাঁর লেখা নাটক শ্রীকৃষ্ণ বাসুদেব বহু মঞ্চে মঞ্চস্থ হয়েছে। সাহিত্যিক, নাট্যকার,জ্যোতিষ অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বৈশাখী প্রেম, মহাপ্লাবন, মানুষ যখন এবং আরও অনেক। এবারের সংস্করণ 'দীপ জ্বালো গো' এবং 'আমি কে'।
সাহিত্যিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, 'আমি কে' পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, প্রত্যেকের মনেই প্রশ্ন থাকে আমি কে, কোথা হতে এলাম, পুজে কি, মূর্তি পুজোর কারন কি? দেবতা আকার না নিরাকার? আরও অনেক প্রশ্নের উত্তর এই বইতে পাওয়া যাবে।
পাঠকদের জন্য তাঁর কলমে আরও নতুন নতুন গল্পের সৃষ্টি করে চলেছেন সাহিত্যিক দেবব্রত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই সেগুলো প্রকাশ পেতে চলেছে।
- More Stories On :
- Debabrata Mukhopaddha
- 'ami k',