রাজ্যে বেজেছে ভোটের দামামা। এর মধ্যেই সুপারহিট ‘খেলা হবে’ স্লোগান। শাসক থেকে বিরোধী সকলেই বলছে, ‘খেলা হবে’। রাজনীতির ময়দান তো বটেই, এখন অরাজনৈতিক মানুষজনও ‘খেলা হবে’তে মজেছেন। এবার সেই ‘খেলা হবে’ স্লোগান ঢুকে পড়ল ফ্যাশন জগতেও। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ লেখা টি শার্ট। শুধু জেলায় নয়, 'খেলা হবে' লেখা টি শার্ট দেদার বিকোচ্ছে শহরের বড় মার্কেট গুলোতেও।
পারদ একটু একটু করে বাড়ছে। গ্রীষ্মে চাহিদা থাকে টি শার্টের। তার উপরে আবার ভোটের বাজার। তাই ফ্যাশনের দুনিয়ায় রীতিমতো হটকেক ‘খেলা হবে’ টি শার্ট। ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ভোটপ্রচারের অস্ত্র হিসাবে ফি-বছর নতুন-নতুন কৌশল নেয় রাজনৈতিক দলগুলি। দেওয়াল লিখনেও থাকে নানা চমক। কোন রাজনৈতিক দল দেওয়াল লিখনে কী চমক দেয়, তার দিকে তাকিয়ে থাকে আমজনতা। এ বছর ভোটপ্রচারে ‘খেলা হবে’ স্লোগান নবপ্রজন্মের কাছে সুপারহিট। তাই এই ‘খেলা হবে’ স্লোগানকে ব্যবসার হাতিয়ার করছেন পোশাক ব্যবসায়ীরা।
কাটোয়া শহরে এখন দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ প্রিন্টের টি শার্ট। কেনার হিড়িক পড়েছে নতুন প্রজন্মের ক্রেতাদের মধ্যে।
শুধু ‘খেলা হবে’ নয়, নবান্ন অভিযানে মৃত ডিওয়াইএফআই নেতা মইদুল মিদ্দার পরিবারকে সাহায্যের জন্য বিক্রি হচ্ছে টি শার্ট। সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বর্ধমানের বাম নেতৃত্ব। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। প্রতিটি টি শার্ট থেকে ৩০ টাকা করে পাবেন মিদ্দার পরিবার।
- More Stories On :
- Fashion hit
- 'Khela hobe' t-shirt