মধ্য কলকাতার গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় দু'জনের মৃত্যু হল দু'জনের। জখম হয়েছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। মধ্য কলকাতার গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। আটতলা আবাসনটির বেশ কয়েকটি ফ্ল্যাট পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। প্রথমেই ওই বহুতলের বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুনঃ জ্বর নেমেছে দিলীপ ঘোষের, কো মর্বিডিটি না থাকায় স্বস্তি
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ ধর্মতলার খুব কাছেই গনেশ চন্দ্র এভিনিউয়ের একটি আটতলা বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা চিৎকার করতে শুরু করেন। খবর পৌঁছায় দমকলের কাছে। যদিও দমকল পৌঁছানোর আগেই ওই আবাসনের বাসিন্দারা ও স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। বরং আগুন আরও দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এভাবে আগুন ছড়িয়ে পড়ায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করেন। কিন্তু চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় বাসিন্দারা শ্বাসকষ্ট ভুগতে শুরু করেন। এই প্রবল আগুনে এবং ধোঁয়ায় অক্সিজেনের অভাবে দু'জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন বৃদ্ধা। আতঙ্কে এক কিশোর প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ মারলে সে গুরুতর জখম হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণে একতলার মিটার বক্সে প্রথম আগুন লাগে। পরে সেই আগুন আবাসনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এদিন পুলিশ স্থানীয় বাসিন্দা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দ্রুত ওই আবাসনের বাসিন্দাদের উদ্ধার করে বাইরে বের করে আনেন। বহুতলের উপর দিকে যে সমস্ত বাসিন্দা ছিলেন তাঁদের উদ্ধার করার জন্য হাইড্রোলিক ল্যাডার কাজে লাগানো হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজ তদারকি করেন। দমকল বাহিনী হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে যেভাবে আবাসনের বাসিন্দাদের দ্রুত উদ্ধার করেছে তাতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে প্রাণ বাঁচলেও ওই আবাসনের অনেকেই তাদের সর্বস্ব খুইয়েছেন। কেউ কেউ নিজেদের সম্বল বেশ কিছু জিনিস নিয়ে বাইরে এসেছেন। কিন্তু অনেকেই সেটা পারেননি। প্রথম দফায় আগুন নেভানোর কাজ শেষ হলেও ওই আবাসনের কিছু অংশে ফের আগুন জ্বলতে শুরু করে। ওই বহুতলের বেশ কয়েকটি জায়গা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। তাই দমকলকর্মীরা ওই জায়গাগুলি ভাল করে খতিয়ে দেখছেন এবং আগুন নেভানোর কাজ করছেন। পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
- More Stories On :
- Ganesh Chandra Avenue
- Multi-storey building
- Fire