ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার দুপুরে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। স্কুলের মসজিদের ভিতরে প্রার্থনার সময় পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুলছাত্র। স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার এসএমএ ২৭ নামের একটি সরকারি স্কুলে, যা একটি নৌবাহিনী ঘাঁটির ভিতরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খুতবা শুরু হতেই আচমকা একের পর এক দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মসজিদের ভিতর। চারদিকে ধোঁয়া আর চিৎকার। প্রার্থনায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। কেউ জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসে, কেউ আবার বিস্ফোরণের তাপে ছিটকে যায় মাটিতে।
জাকার্তার পুলিশ কমিশনার আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই কাচের টুকরো ও ধ্বংসাবশেষে জখম হয়েছেন। বেশ কিছুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কমপক্ষে ২০ জন ছাত্র এখনও হাসপাতালে ভর্তি, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণটি মসজিদের লাউডস্পিকার সিস্টেমের কাছ থেকে ঘটে থাকতে পারে। ঘটনার পর পুলিশ ও অ্যান্টি-বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে কিছু খেলনা বন্দুক ও টয় রাইফেল উদ্ধার করে। তবে সেগুলির সঙ্গে বিস্ফোরণের কোনও যোগ আছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
পুলিশ কমিশনার সুহেরি বলেন, “আমরা এখনই কিছু বলছি না। তদন্ত চলছে। কেউ যেন কোনও গুজব না ছড়ান। সব তথ্য মিললে আমরা জানাব।”
ঘটনার পর থেকেই জাকার্তার স্কুল ও সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ। স্থানীয় সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা মসজিদ প্রাঙ্গণ, আতঙ্কে দৌড়চ্ছে শত শত ছাত্র।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা— তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে, এবং পুলিশ সেই স্কুলের বৈদ্যুতিক সংযোগ ও লাউডস্পিকার সার্কিট খতিয়ে দেখছে।ইন্দোনেশিয়ার ইতিহাসে স্কুলের মধ্যে প্রার্থনার সময় এভাবে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত বিরল। ফলে, এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

