বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস সম্প্রতি অভিযোগ করেন যে, শেখ হাসিনার দল আওয়ামী লীগ দিল্লি ও কলকাতায় অফিস খুলেছে। তিনি দাবি করেছিলেন, এই অফিসগুলি অবিলম্বে বন্ধ করা না হলে ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটতে পারে। ইউনূস সরকার এই অফিস খোলাকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ হিসেবে উল্লেখ করে কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।
তবে ভারতের বিদেশ মন্ত্রক বুধবার এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার ভারতীয় আইনের পরিপন্থী কোনও কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। তিনি বলেন, “ভারতে আওয়ামী লীগের সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বা আইন লঙ্ঘনের কোনো তথ্য সরকারকে পাওয়া যায়নি। ভারত তার ভূখণ্ড থেকে কোনও বিদেশি রাজনৈতিক কার্যকলাপ অনুমোদন করে না।”
একই সঙ্গে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগকেও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মুখপাত্রের বক্তব্য, ভারত আশা করে বাংলাদেশ যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, যাতে সেখানকার জনগণের মতামত প্রতিফলিত হয়।
এর আগে ইউনূস সরকার আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করার ঘোষণা দেয় এবং ভারতের বিরুদ্ধে সম্পর্ক নষ্ট করার অভিযোগ তুলেছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছিল। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনও ভূমিকা নিচ্ছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।

