২৭ বছরের বিবাহ জীবনে ইতি টানলেন বিল ও মেলিন্দা গেটস। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা শেয়ার করেছেন বিল গেটসে। টুইটে তিনি লিখেছেন, 'সম্পর্ককে টিকিয়ে রাখার একাধিক চিন্তাভাবনার পরে আমরা ঠিক করেছি বিবাহ জীবন শেষ করার। আমরা ৩ সন্তানকে বড় করে তুলেছি পাশাপাশি একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা সারা বিশ্বে মানুষের জন্য কাজ করে।'
এতকিছুর পরেও বিল গেটস সাফ জানিয়েছেন, গেটস ফাউন্ডেশনের হয়ে তাঁরা একসঙ্গেই কাজ করবেন, কিন্তু বিচ্ছেদের পথে হেঁটে। তা ছাড়া সকলের কাছে এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চেয়ে সকলের কাছে একান্তে থাকার অনুরোধ করেছেন বিল গেটস। বিশ্বের অন্যতম বৃহৎ এই সংস্থার এক মুখপাত্রও জানিয়ছেন, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার তাঁরা দু’জনেই থাকবেন। তাঁদের পদে পরিবর্তন আসার কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, মাইক্রোসফ্টের কো-ফাউন্ডার বিল গেটসের বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। মেলিন্দা গেটস মাইক্রোসফ্টের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। করোনা অতিমারিতে বিশ্বের কোণায় কোণায় সাহায্য পৌঁছে দিয়েছে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন।
- More Stories On :
- Seperation between Bill Gates and Melinda Getes

