সুদর্শন পট্টানায়েক, ১৯৭৭ এ পুরি জেলার এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণকরেন। তাঁকে ভারত সরকার দেশের চতুর্থ সর্বোচ্চ সন্মান পদ্মশ্রী প্রদান করেন ২০১৪ তে। এছাড়াও তিনি ২০১৯ এ প্রথম ভারতীয় হিসাবে 'ইতালি স্যান্ড পুরস্কার' এ পুরস্কৃত হয়। তিনি ২০১৭ তে বিশ্বের বৃহত্তম বালির দুর্গ নির্মান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন।