ইংরাজির ১৭৫৯ সালে কলকাতা হাইকোর্টের বিচারক হরিনারায়ন মূখোপাধ্যায় তৎকালীন পূর্ব-বর্ধমান জেলার কালনা মহুকুমার ভবানন্দপুর গ্রামে শুরু করলেন পারিবারিক দুর্গা পূজোর। সেই সময় ভবানন্দপুর গ্রামের পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় দুর্গা পূজোর কোনও চল ছিলোনা। সেই হিসাবে ওই অঞ্চলে হরিনারায়ন মূখোপাধ্যায়-ই দুর্গা পূজোর প্রবর্তক। কালনা থেকে প্রায় ৬ কি.মি. দূরে অবস্থিত ভবনন্দাপুর গ্রাম। রেলপথে 'বর্ধমান-হাওড়া' মেন লাইনের বৈঁচি স্টেশন ও 'কাটোয়া-হাওড়া' লাইনের কালনা স্টেশন থেকে নেমে এই গ্রাম যাওয়া এক প্রকার দূর্গমই ছিলো। যাতায়াতের প্রধান মাধ্যম ছিলো গরুর গাড়ি।