নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চন্দননগর রাণীঘাট থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবের নাম যাই হোক না-কেন, পিঠের স্বাদ না পেলে উৎসবের স্বাদ ফিকে হতে বাধ্য। তাই তো পৌষ পার্বণের বেশ কিছুদিন আগে থেকেই পিঠে তৈরির আয়োজন জোরকদমে শুরু হয়ে যায়। তবে বর্তমানে অনেকেই সময়ের অভাব বা অলসতার জন্য বাইরে থেকে পিঠে কিনে আনতেই স্বচ্ছন্দ বোধ করেন।
এবার কলকাতায় সুইজারল্যান্ড । ভাবছেন তো কি করে সম্ভব ? সম্ভব করতে চলেছেন টলিউড অভিনেতা জিৎ । এবারের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি সুইজারল্যান্ড। ছবিটির প্রযোজনা করছেন টলিউডের এই সুপারস্টার।