স্টার জলসার নতুন ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। স্টার জলসায় প্রতিদিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত দর্শকরা এই ধারাবাহিক দেখতে পাবেন। 'খুকুমণি হোম ডেলিভারি' তে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার ও দীপান্বিতা রক্ষিত।
এই ধারাবাহিকের মাধ্যমে অনেকদিন পর ভিলেনের চরিত্রে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। তার চরিত্রের নাম কৃতী। অনেকদিন পর ভিলেনের চরিত্র করছেন। যা নিয়ে প্রেরণা বেশ এক্সাইটেড। 'জনতার কথা' কে ফোনে তার চরিত্রর বিষয়ে বলতে গিয়ে জানান,'দীর্ঘ বছর পর আবার নেগেটিভ চরিত্র করছি। আমার নেগেটিভ চরিত্র করতে ভীষণ ভালো লাগে। যারা অভিনয়টা ভালোবাসে সবাই তো ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করে। আমি সেক্ষেত্রে লাকি। আমার ১২-১৩ বছরের কেরিয়ারে পজিটিভ,নেগেটিভ দু'ধরণের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। স্নেহাশিস দা কে অনেক ধন্যবাদ দাদা আমাকে আবার ব্লুসে সুযোগ দিয়েছে। আমি দীর্ঘ বছর পর ব্লুজ জয়েন করেছি। আমি খুব লাকি মনে করছি নিজে।'
তিনি আরও জানান,'আমার চরিত্রের নাম কৃতী। আমি হচ্ছি যে হিরো তার বৌদি। ভীষণ অন্যরকম লুক। আমি চরিত্র নিয়ে ভাবছি। অন্যরকম অভিনয় করার চেষ্টা করছি। আমি 'ওগো নিরুপমা', 'রাসমণী' তে যতটা ভালোবাসা পেয়েছিলাম ততটা ভালোবাসাই পাবো।'
- More Stories On :
- Prarona Bhattacharya
- Villain
- Actress
- Tollywood