করোনায় আক্রান্ত হলেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। দক্ষিণী ভাষায় টুইট করে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ‘সাদমা’ চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। বর্তমানে হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন অভিনেতা-রাজনীতিবিদকে।
তাঁর টুইট থেকে জানা গিয়েছে, আমেরিকা থেকে ফেরার পরেই শরীরে অস্বস্তি দেখা দিয়েছিল। আমেরিকা থেকে ফেরার পর হালকা কাশি হচ্ছিল তাঁর। করোনা পরীক্ষা করার পরে ইতিবাচক ফলাফল আসে। নিজের শরীরের অবস্থার কথা লেখার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর অনুগামীদের উদ্দেশে লিখেছেন, ‘করোনা অতিমারি এখনও বিদায় জানায়নি। তাই সকলে সাবধানে থাকুন।’
দু’সপ্তাহ আগে, ৭ নভেম্বর ৬৭-এ পা দিয়েছেন কমল। তারও দিন দুয়েক আগে কমলের জন্মদিন উপলক্ষে দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ তাঁর ছবি ‘বিক্রম’-এর পোস্টার প্রকাশ করেছেন। ছবিতে অভিনয় করেছেন কমল। তাঁর কোভিডের খবর পেয়ে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ‘বিগ বস তামিল ৫’-এর সঞ্চালকের ভূমিকায় এ বার কে অভিনয় করবেন? উত্তর দেবে সময়।
- More Stories On :
- Kamal Hassan
- Covid positive
- News