মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন গায়িকা ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন হল মা-কে হারিয়েছেন ইমন। বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে মায়ের কথা লিখেছেন তিনি, মাকে মনে করেছেন।
ছবিতে ছোট করে কাটা চুল, চোখে চশমা পরে ইমন চক্রবর্তীকে দেখে স্কুলছাত্রী মনে হচ্ছে। মায়ের সঙ্গে হেসে পোজ দিয়েছেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন মা'। অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই ইমনের মা কে এই বিশেষ দিনে শুভেচ্ছাও জানিয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন 'হ্যাপি বার্থডে কাকিমা'। কেউ লিখেছেন 'হ্যাপি বার্থডে জেঠিমা'।
সম্প্রতি ইমন চক্রবর্তীর মিউজিক ভিডিও 'ইচ্ছেডানা' মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন মানিক বেরা। সুর দিয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষ। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গানটি
- More Stories On :
- Iman Chakraborty
- Mom's Birthday
- Wish