প্রায় দশ বছর ধরে স্ত্রীর থেকে আলাদা থাকার পর অবশেষে দাম্পত্যজীবনের ইতি টানলেন ‘দ্য টার্মিনেটর’ খ্যাত হলিউড কিংবদন্তী অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। বিবাহবিচ্ছেদের ফলে তাঁর স্ত্রী সাংবাদিক-লেখক মারিয়া শ্রিভার সঙ্গে ৩৫ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি ঘটলো।
যদিও ২০১১ সালে মে মাসে বিচ্ছেদ চেয়ে লস এঞ্জেলসের আদালতে মামলা করেছিলেন শ্রিভার। মামালা দায়েরের এক দশক পর গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে , মূলত দু’জনের মধ্যকার ‘অনাগ্রহ’ ও ‘সম্পত্তি নিষ্পত্তির জটিলতার’ জন্য বহুল আলোচিত এ মামলার নিষ্পত্তি হতে এত সময় লেগেছে।
সেই গণমাধ্যম জানিয়েছে, ২০১১ সালের মে মাসে জানা যায়, আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে ১৯৯৭ সালে তাদের বাড়ির পরিচারিকা মাইলড্রেড প্যাটি বাইনার বিবাহ-বহির্ভূত সম্পর্ক (পরকীয়া) গড়ে ওঠে। ওই নারীর সাথে এই অভিনেতার একটি সন্তানও আছে। যার নাম জোশেফ বাইনা। এরপর থেকেই আলাদা থাকতে শুরু করেন মারিয়া শ্রিভার। আলাদা থাকা শুরু করার সময় এক বিবৃতিতে নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে শোয়ার্জনেগার জানান, আমার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের রাগ, হতাশা বুঝতে পারছি। আমার কোনো সাফাই বা অজুহাতই দেওয়ার নেই। আমি সবাইকে যে আঘাত করেছি, তার সব দায়ই নিচ্ছি। আমি মারিয়া, সন্তানদের কাছে এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি সত্যিই দুঃখিত।
উল্লেখ্য, ৯ বছরের প্রেমের পর শোয়ার্জনেগার ও মারিয়ার বিয়ে হয় ১৯৮৬ সালে। ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে তাদের ৪ সন্তান ক্যাথারিন শোয়ার্জনেগার, ক্রিস্টিনা শোয়ার্জনেগার, প্যাট্রিক শোয়ার্জনেগার ও ক্রিস্টোফার শোয়ার্জনেগারের জন্ম হয়।
- More Stories On :
- Arnold Schwarzenegger
- Divorce
- News