রবিবার ভবানীপুরে জিমে গিয়ে বিপাকে পড়েছিলেন টলিউডের অভিনেতা সাহেব ভট্টাচার্য। জিমে ঢোকার সময় বাইরে গাড়িতে রাখা ছিল তার মানিব্যাগ। সেই মানিব্যাগটি খোয়া যায়। মানিব্যাগে হাজার তিনেক টাকা সহ ছিল কয়েকটি এটিএম কার্ডও।
যাই হোক অবশেষে তোপসে ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ। ভবানীপুরের রাস্তাতেই মিলল তার মানিব্যাগ। মানিব্যাগে টাকা থেকে এটিএম কার্ড সবকিছুই রয়েছে। কিছুই হারায়নি।
এই ঘটনার পর সাহেব ভবানীপুর থানায় চুরির মামলা দায়ের করেন। পুলিশ জানায় রাস্তায় নজরদার ক্যামেরাগুলোর ফুটেজ খতিয়ে দেখা হবে। পরে সূত্র মারফত জানা যায় পেশায় রাজমিস্ত্রি এক ব্যক্তি ভবানীপুরের রাস্তায় সাহেবের ব্যাগ খুঁজে পেয়ে থানায় জমা দেন। তার পরেই থানা থেকে সাহেবকে খবর দেওয়া হয়।
মানিব্যাগ ফিরে পেয়ে সাহেব টুইট করে জানান, ‘কলকাতা পুলিশ এবং ভবনীপুর থানার দ্রুত অ্যাকশন নেওয়ার ফল। অভিযোগ জানানোর তিন ঘন্টার মধ্যেই ফিরে পেয়েছি আমার মানিব্যাগ। ধন্যবাদ সাব ইন্সপেক্টর কিশোর মাহাতোকে’।
- More Stories On :
- Saheb Bhattacharya
- Actor