ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো! তিনটি নতুন লাইনে উপকৃত হবেন ৯ লক্ষ যাত্রী
কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার আরও তিনটি নতুন মেট্রো লাইন চালুর ফলে প্রতিদিন প্রায় ৯.১৫ লক্ষ যাত্রী সহজে যাতায়াত করতে পারবেন। মোট ৩৬৬টি নতুন মেট্রো ট্রেন পরিষেবা চালু হবে, যা শহরের পাতালপথে যাত্রাকে আরও দ্রুত ও মসৃণ করবে।২২ অগস্ট, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মেট্রোর তিনটি নতুন অংশেরগ্রিন লাইন: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ (২.৪৫ কিমি)ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে জয় হিন্দ এয়ারপোর্ট (৬.৭৭ কিমি)অরেঞ্জ লাইন: হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৪ কিমি)উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তিনটি নতুন মেট্রোর রেকের পতাকা দেখিয়ে যাত্রারও সূচনা করবেন।গ্রিন লাইন (এসপ্ল্যানেডশিয়ালদহ, ২.৪৫ কিমি):কলকাতার যাত্রীদের জন্য এটি বিশেষ স্বস্তির খবর। হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রা যেখানে সড়কপথে প্রায় ৪০৪৫ মিনিট সময় নিত, নতুন লাইন চালুর পর মেট্রোতে মাত্র ১১ মিনিটে পৌঁছানো সম্ভব হবে। ফলে প্রতিদিনের কয়েক লক্ষ যাত্রী উপকৃত হবেন।ইয়েলো লাইন (নোয়াপাড়াজয় হিন্দ এয়ারপোর্ট, ৬.৭৭ কিমি):এবার বিমানবন্দর যাত্রা হবে আরও দ্রুত ও আরামদায়ক। দেশি ও বিদেশি যাত্রী, এয়ারলাইন্স কর্মী ও বিমানবন্দর সংশ্লিষ্টরা সুবিধা পাবেন। ডুমডুম ক্যান্টনমেন্টে ইন্টারচেঞ্জের মাধ্যমে শহরের বিভিন্ন অংশ ও বড় রেলস্টেশনগুলির সঙ্গে সরাসরি সংযোগ হবে। এসপ্ল্যানেড থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।অরেঞ্জ লাইন (হেমন্ত মুখোপাধ্যায়বেলেঘাটা, ৪.৪ কিমি):সায়েন্স সিটি, হাসপাতাল, স্কুল ও ব্যবসায়িক কেন্দ্রগুলির সঙ্গে সংযুক্ত এই রুটে যাত্রীর সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রা এখন মাত্র ৩২ মিনিটে সম্পন্ন হবে, যা দক্ষিণ ও পূর্ব কলকাতার যোগাযোগকে অনেক সহজ করবে।নতুন এই মেট্রো পরিষেবা কেবল কলকাতার নয়, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার যাত্রীদের জন্যও বড় সুবিধা বয়ে আনবে। যেখানে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত, এবার কয়েক মিনিটের মধ্যেই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন।